IMG-20220614-WA0078

বিমানবন্দরে মহাসচিব শায়েখ শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীকে গণসংবর্ধনা

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিতব্য গত ৮ থেকে ১২ জুন পর্যন্ত আফ্রিকার সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ এর বিচারক বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বাংলাদেশে ফিরছেন গতকাল রাতে।

এ উপলক্ষে গতকাল মধ্যরাতে রাজধানীর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ গণসংবর্ধনা দেওয়া হয়। সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সাথে সম্পৃক্ত নেতাকর্মীগণ এ গণসংবর্ধনার আয়োজন করেছে।

শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী আল্লামা ইসহাক মাদানী রহ. এর একমাত্র সাহেবজাদা, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

20220626200658_IMG_0044-01

বন্যাদুর্গত এলাকায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ত্রাণ বিতরণ

আজ (২৬ জুন রবিবার) নেত্রকোনা ও সুনামগঞ্জের বেশ কয়েকটি বন্যাকবলিত অঞ্চলে বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর পক্ষ থেকে ৫০০ পরিবারকে জরুরি খাদ্য, বস্ত্র, শিশুখাদ্য, ঔষধ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

মহাসচিবের সাথে ২৭ সদস্যের একটি স্বেচ্ছাসেবক টিমসহ এ সফরে আরোও ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহ-সভাপতি শাইখুল হাদিস মুফতী কামাল উদ্দিন (কামাল হুজুর), সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী সালমান রহমান, সহ-দপ্তর সম্পাদক হাফেজ উসামা হাফেজ্জী, মাওলানা ইকবাল বিন হোসাইন প্রমুখ।

সিলেট, নেত্রকোনা ও‌ সুনামগঞ্জের পর আমাদের পরবর্তী কর্মসূচি কুড়িগ্রামে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমীন।

IMG_20220625_210611

মসজিদে নববীর সাবেক ইমামের ইন্তেকালে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর শোক

সৌদি আরবের ঐতিহাসিক মসজিদ মসজিদে কিবলাতাইনের ইমাম ও মসজিদে নববীর সাবেক তারাবীহর গেস্ট ইমাম শায়খ মাহমুদ খলিল আলক্বারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

শনিবার (২৫ জুন) এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।

তিনি বলেন, শায়খ মাহমুদ খলিল আলক্বারী হাজার হাজার ছাত্র গড়ার কারিগর ছিলেন, জান্নাতের উঁচু মাকামে হোক হযরতের ঠিকানা, আমীন।

স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন। এর আগে অসুস্থ হওয়ার কারণে তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেগতিক হলে তাকে আইসিউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এখানে চিকিৎসাধীন অবস্থায়-ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

প্রভাবশালী আরবি সংবাদমাধ্যম আলআইন জানায়, শনিবার মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।