ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিতব্য গত ৮ থেকে ১২ জুন পর্যন্ত আফ্রিকার সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ এর বিচারক বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বাংলাদেশে ফিরছেন গতকাল রাতে।
এ উপলক্ষে গতকাল মধ্যরাতে রাজধানীর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ গণসংবর্ধনা দেওয়া হয়। সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সাথে সম্পৃক্ত নেতাকর্মীগণ এ গণসংবর্ধনার আয়োজন করেছে।
শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী আল্লামা ইসহাক মাদানী রহ. এর একমাত্র সাহেবজাদা, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।


